নবীগঞ্জে ওরসে নাচতে গিয়ে দু’জনের মৃত্যু
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে বার্ষিক ওরসে মজা করতে গিয়েছিলেন দুই ব্যক্তি। অনুষ্ঠানে চলছে নাচ-গান। সেই উন্মাদনায় গা ভাসিয়েছিলেন অন্যদের পাশাপাশি এ দু’জনও। কিন্তু সেই নাচই হল জীবনের শেষ নাচ। নাচতে নাচতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তারা। সেখানেই হার্ট অ্যাটাকে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
তারা হলেন- উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র আব্দুল কালাম (৪০) ও ঘোলডুবা গ্রামের আব্দুল আজিজ (৪২)। গত বৃহস্পতিবার রাত ২টায় ইনাতগঞ্জের কাকড়া গ্রামের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওরসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় কাকড়া গ্রামের মাঠে নমিসা (র:) ইছালে ছোয়াব উপলক্ষে ১৫৬তম বার্ষিক ওরস এর আয়োজন করা হয়। ওরসে দেশের বিভিন্ন জেলা থেকে নাচ গানের জন্য নারী পুরুষ শিল্পীরা আসেন। শিল্পীরা যখন নাচ গান করছিলেন এ সময় অন্যদের সাথে উল্লেখিত দু’জন নাচ ছিলেন। নাচতে নাচতে হাঠাৎ তারা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনা স্থলেই মারা যান।
পরে ওরসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার নিজ নিজ গ্রামে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার সজলু মিয়া।