শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস: জনজীবন স্থবির
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গলের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। ঘন কুয়াশায় এক হাত দূরের কিছুই দেখা যায় না।
ফলে দিনের বেলায় অনেক যানবাহন চলাচল করতে হচ্ছে হেডলাইট জ¦ালিয়ে। টানা কয়েক দিনের হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছেন মানুষ। দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না।
কয়েক দিন থেকে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিন রাত সমান তালে বইছে কনকনে হিমেল হাওয়া। ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন তারা গরম কাপড় পরিধান করে বের হচ্ছেন।
এমন শীতে সবচেয়ে বেশি ছিন্নমূল ও দিনমজুর লোকজন সীমাহীন দুর্ভোগে পড়েছেন। অনেকেই কাজের সন্ধানে গিয়ে কাজ পাচ্ছেন না। এ ছাড়াও হাওর পাড়ের মানুষ, বোরো চাষী ও চা বাগানের শ্রমিকরাও দুর্ভোগে পড়েছেন। দিনে ও রাতে অনেকেই খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতজনিত রোগে আবারও মৌলভীবাজার জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের ভর্তি বৃদ্ধি পেয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভিড় বাড়ছে প্রতিদিন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, সেখানে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ও মেঘলা আকাশ কেটে গেলে তাপমাত্রার পারদ আরও নিচে নামতে পারে।