সিলেটের ১৯ আসনে নৌকার প্রার্থীদের নাম প্রকাশ
![সিলেটের ১৯ আসনে নৌকার প্রার্থীদের নাম প্রকাশ](https://www.royalview24.com/uploads/images/2023/11/image_750x_65632fcd99aae.jpg)
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট বিভাগের ১৯টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রোববার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের দলীয় প্রার্থীদের নামঘোষণা করেন তিনি।
সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থীরা হলেন :
সিলেট-১: ড. এ কে আব্দুল মোমেন,
সিলেট-২: শফিকুর রহমান চৌধুরী,
সিলেট-৩: হাবিবুর রহমান হাবিব,
সিলেট-৪: ইমরান আহমদ,
সিলেট-৬: নুরুল ইসলাম নাহিদ ও
সিলেট-৫: মাসুক উদ্দিন আহমদ।
মৌলভীবাজার-১: শাহাব উদ্দিন,
মৌলভীবাজার-২: শফিউল আলম চৌধুরী নাদেল,
মৌলভীবাজার-৩: জিল্লুর রহমান ও
মৌলভীবাজার-৪: উপাধ্যক্ষ আবদুস শহীদ।
হবিগঞ্জ-১: অ্যাডভোকেট ড. মুশফিক হোসেন,
হবিগঞ্জ-২: ময়েজ উদ্দিন শরিফ রুহেল,
হবিগঞ্জ-৩: আবু জাহির ও
হবিগঞ্জ-৪: মাহবুব আলী।
সুনামগঞ্জ-১: অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার,
সুনামগঞ্জ-২: চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী),
সুনামগঞ্জ-৩: এম এ মান্নান,
সুনামগঞ্জ-৪: ড. মুহাম্মদ সাদিক
সুনামগঞ্জ-৫: মুহিবুর রহমান মানিক।