আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে: মির্জা ফখরুল

আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে: মির্জা ফখরুল

রয়েল ভিউ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে, সরকার কাপুরুষের মতো মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপিকে রুখতে পারবে না।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।বিএনপির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মওলানা ভাসানী।  

তিনি বলেন, রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা চেষ্টা করছে বিএনপি। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বিএনপি কারও সঙ্গে আপস করবে না। বাংলাদেশের এ দুরবস্থায় মওলানা ভাসানীকে স্মরণ করলে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে। 

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতা কর্মীদের  ত্যাগ স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।  জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে। আবার নতুন করে দেশের অস্তিত্বকে তৈরি করতে হবে। যে যত কথাই বলুক এবার বিজয় অর্জন করতে হবে এর কোন বিকল্প নেই। 

বিএনপি মহাসচিব বলেন, কঠিন লড়াই জয়ী হতে হলে মওলানা ভাসানীকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। তা হলে সফল হওয়া যাবে। 

তিনি বলেন, বেগম জিয়া কারাবন্দী। ৩৫ লাখ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা।  নতুন করে ৫শ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জনগণ  আগ্নেয়গিরির মত ফুসে উঠছে এর মাধ্যমে সরকারের পতন হবে।

সভাপতির বক্তব্যে শক্তি সঞ্চয় করে গণতন্ত্র পুনরুদ্ধারে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।