পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে  কোম্পানীগঞ্জে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে  কোম্পানীগঞ্জে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

পাথর শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজারে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অবিলম্বে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবি জানানো হয়। গত রোববার বিকাল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলাধীন পানি নিষ্কাশন, বালুপাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি নং- ২২৬৩ এর উদ্যোগে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, “পাথর শ্রমিকরা প্রায় ৩ বছর ধরে বেকার জীবনযাপন করছেন। তারা তাদের সঞ্চিত অর্থ, গরু, ছাগল, জায়গা-জমি বিক্রি করে অসহায় হয়ে দিনযাপন করছেন। তাদের সন্তানদের লেখাপড়া, চিকিৎসাসহ অভাবের তাড়নায় আজ অমানবিক জীবনযাপন করছেন। পরিবেশ রক্ষার নামে কিছু লোক সরকারকে ভুল বুঝিয়ে আমাদের জন্য এই অবস্থার সৃষ্টি করেছে।” 
কোম্পানীগঞ্জ উপজেলাধীন পানি নিষ্কাশন, বালুপাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজিঃ নং- ২২৬৩ এর সহ-সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ বাদশার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওদুদু আলফু মিয়া, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন, কোম্পানীগঞ্জ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁন মিয়া, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল বাতির, মাসুক মিয়া, সুহেল আহমদ, ফারুক আহমদ, মনির মিয়া, সুধীর বাবু, বিনতা রানী, নুরুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি