আধুনিক দেশ গড়তে জ্ঞান ভিত্তিক  প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই


ডাক ডেস্ক : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এর চেয়ারম্যান এবং সরকারের সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন সিলেটস্থ ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদ সদস্যদের সাথে মতবিনিময়কালে বলেছেন, আধুনিক দেশ গড়তে জ্ঞান ভিত্তিক প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই। সিলেট নগরীর একটি অভিজাত হোটেল এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।

সিলেট অঞ্চলে ব্যক্তিগত সফরকালীন এ মতবিনিময় সভায় পিএসসি এর চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রাক্তণ শিক্ষার্থী এবং পেশাজীবী হিসেবে আমাদের  নৈতিক দায়িত্বের অন্যতম হলো সততা, স্বচ্ছতা, জবাবদিহিতার চর্চা করা। তিনি বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষার প্রসারে এ সংগঠনকে কাজ করতে হবে। প্রজ্ঞাবান, মেধাবী, সুষ্ঠু সংস্কৃতিমনা দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে পারলেই উন্নত দেশ গড়া সম্ভব। তিনি এ সময় কর্ম কমিশন এর কাজের গতিশীলতা, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিতকরণে গৃহীত নানাবিধ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন স্মৃতি রোমন্থন করার পাশাপাশি জীবনানন্দ দাশের আকাশলীনা কবিতা আবৃত্তি করেন।

সহ-সভাপতি সাঈদুর রহমান ভুঁইয়ার উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, প্রফেসর আবুল কালাম আজাদ, ড. সয়ফুল কবির চৌধুরী, সহ সভাপতি ড. সাইফুল ইসলাম, প্রফেসর সৈয়দ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান বাদল, ট্রেজারার মোঃ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আরিফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সালাউদ্দিন রাজু, তাসনিয়া মিজান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা ড. কানিজ ফাতেমা, দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান, আইন সম্পাদক রেজাউল করিম রাজ, সদস্য আব্দুল গফুর, অঞ্জন দেবনাথ, সহ- সাংগঠনিক সম্পাদক সমিল মুরাদ প্রমুখ।