তীব্র দাবদাহ মোকাবেলায় সচেতন হওয়ার আহবান

তীব্র দাবদাহ মোকাবেলায় সচেতন হওয়ার আহবান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘আসুন সবাই মিলে তীব্র দাবদাহের প্রভাব মোকাবেলা করি, সচেতন হই সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে হিট অ্যাকশন ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে সুরমা নদীর তীরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সচেতনতা সৃষ্টির জন্য নাটিকা, দাবদাহ নিয়ে সিলেটি জারি গান পরিবেশিত হয়। এছাড়া, সর্বস্তরের মানুষের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। 

সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য মস্তাক আহমদ পলাশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপপরিচালক কাজী জানে আলম, সিলেট ইউনিটের ফিল্ড অফিসার রাকিবুল ইসলাম, যুব প্রধান পলাশ গুন, এনডিআরটি শারমিন আক্তার সরন, ইফাত আরা চৌতি, উপ-যুব প্রধান-১ চৌধুরী লাবিব ইয়াসির, উপ-যুব প্রধান-২ মোঃ বদরুল আজাদ শুভ, জনি, ইশতিয়াক, শিলা প্রমুখ।-বিজ্ঞপ্তি