আব্দুস সামাদ আজাদ শুধু একটি নামই নয়, তিনি ছিলেন এদেশের ইতিহাসের একটি অংশও

আব্দুস সামাদ আজাদ শুধু একটি নামই নয়, তিনি ছিলেন এদেশের ইতিহাসের একটি অংশও

সুনামগঞ্জে মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা 

সুনামগঞ্জ সংবাদদাতা : উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, ভাষা সৈনিক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জননেতা আব্দুস সামাদ আজাদ-এর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, আব্দুস সামাদ আজাদ ছিলেন উপমহাদেশের একজন কিংবদন্তি রাজনীতিবিদ। 

গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আব্দুস সামাদ আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা আরও বলেন, আব্দুস সামাদ আজাদ শুধু একটি নামই নয়। তিনি ছিলেন এদেশের ইতিহাসের একটি অংশও। বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি আদায়ের জন্য আব্দুস সামাদ আজাদ সারা বিশ^ চষে বেড়িয়েছেন। তিনি ছিলেন একজন দক্ষ কূটনীতিবিদ। 

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম শেফু ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শুকুর আলীর যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রবিউল লেইছ রোকেস, সিনিয়র আইনজীবী রইছ উদ্দিন, আলী আমজাদ, চান মিয়া, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাউছার আলম, এডভোকেট আব্দুল ওদুদ, সরকারি কৌসুলী (জিপি) আখতারুজ্জামান আহমদ সেলিম, পাবলিক প্রসিকিউটর (পিপি) ড. খায়রুল কবির রুমেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) নারী ও শিশু নান্টু রায়, এডভোকেট মলয় চক্রবর্তী রাজু, বিশ্বজিৎ চক্রবর্তী, এডভোকেট বুরহান উদ্দিন দোলন, নূরে আলম সিদ্দিকী উজ্জল, এডভোকেট ছায়াদ আহমদ, এডভোকেট শামীম আহমদ, এডভোকেট বিমান কান্তি রায় এডভোকেট খুরশিদ আলম প্রমুখ। 

এর আগে প্রবীণ জননেতা আব্দুস সামাদ আজাদ-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ কোর্ট মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।