অধ্যাপক স্বপ্নীল বাংলাদেশ  একাডেমিক অব সাইন্সেস-এর ‘বাস-গোল্ড মেডেল  এওয়ার্ড-২০২১’-এ ভূষিত    

অধ্যাপক স্বপ্নীল বাংলাদেশ  একাডেমিক অব সাইন্সেস-এর ‘বাস-গোল্ড মেডেল  এওয়ার্ড-২০২১’-এ ভূষিত    

রয়েল ভিউ ডেস্ক :
বাংলাদেশ একাডেমিক অব সাইন্সেস-এর ‘বাস-গোল্ড মেডেল এওয়ার্ড-২০২১’ ভূষিত হয়েছেন অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। তাকে বায়োলজিক্যাল সাইন্সেস ক্যাটাগরিতে, সিনিয়র গ্রুপে এই পদকটি প্রদান করা হয়। বাংলাদেশ একাডেমিক অব সাইন্সেস-এর সচিব অধ্যাপক ডা. হাসিনা খান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, লিভার বিষয়ে গবেষণায় অসামন্য অবদান এবং সাথে দেশে বায়োলজিক্যাল সাইন্সেস সংক্রান্ত গবেষণার সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখায় অধ্যাপক স্বপ্নীলকে এই পদকে ভূষিত করা হয়েছে। 

অধ্যাপক স্বপ্নীল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এম.বি.বি.এস, ১৯৯৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রোএন্টারোলজিতে এম.এস.সি এবং ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে হেপাটোলজিতে এম.ডি ডিগ্রী অর্জন করেন। তিনি ইন্ডিয়ান কলেজ অব ফিজিসিয়ানস, রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব আয়ারল্যান্ড এবং রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব লন্ডনের ফেলো। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান হিসাবে কর্মরত আছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সদ্য-সাবেক চেয়ারম্যান। পাশাপাশি অধ্যাপক স্বপ্নীল জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেটাবোলজি বিভাগের ভিজিটিং অধ্যাপক এবং ভারতের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস, ঋষিকেশের  গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বোর্ড অব স্টাডিজের সদস্য। অধ্যাপক স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস সংক্রান্ত স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজারি গ্রুপের অন্যতম সদস্য। 

তিনি একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালে প্রধান গবেষক হিসাবে কাজ করেছেন। এর অন্যতম হচ্ছে, হেপাটাইটিস বি ভাইরাসের থেরাপিউটিক ভ্যাকসিন ন্যাসভ্যাকের ফেইজ ১, ২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়াল। তার গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে এই ওষুধটি এরই মধ্যে কিউবাসহ একাধিক দেশে রেজিষ্ট্রেশন পেয়েছে এবং বাংলাদেশেও ওষুধ প্রশাসন অধিদপ্তর ওষুধটির রেসিপি অনুমোদন করেছে। বর্তমানে জাপানে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। অধ্যাপক স্বপ্নীল বাংলাদেশে উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালেরও প্রধান গবেষক।
পাশাপাশি অধ্যাপক স্বপ্নীল বাংলাদেশে লিভার ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক পদ্ধতি ট্রান্স-আর্টারিয়াল কেমো-এম্বোলাইজেশন (টেইস)-এর পুরোধা। একই সাথে তিনি লিভার ফেইলিওরে অটোলোগাস হেমোপয়েটিক স্টেমসেল ট্রান্সপ্ল্যান্টেশন, প্লাজমা এক্সচেঞ্জ ও লিভার ডায়ালাইসিসেরও পথিকৃত। ভয়েস অব আমেরিকা ও বিবিসি বাংলা এ নিয়ে তার সাক্ষাৎকার প্রচার করেছে। বিভিন্ন দেশী-বিদেশী বৈজ্ঞানিক জার্নালে অধ্যাপক স্বপ্নীলের প্রায় ৩০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। চলমান কোভিড-১৯ প্যান্ডেমিকের সময় তার এ সংক্রান্ত ২১টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া দেশী-বিদেশী বৈজ্ঞানিক সম্মেলনে তিনি ৩৫০টিরও বেশি লেকচার প্রদান করেছেন।

অধ্যাপক স্বপ্নীল এ পর্যন্ত ৫টি লিভার বিষয়ক টেক্সট বই সম্পাদনা করেছেন যার প্রতিটি বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক মেডিকেল প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে। 
একাধিক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালের এডিটোরিয়াল বোর্ডের সদস্য অধ্যাপক স্বপ্নীল। 
অধ্যাপক স্বপ্নীল ১৯৭০ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সড়ক ও জনপথ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মরহুম ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন আহমেদ সিলেট নগরীর ছড়ারপারের বাসিন্দা।#