সিলেট মোবাইল পাঠাগার’র ৭৯২তম সাহিত্য আসর

আমিনুর রশিদ চৌধুরী ছিলেন সংস্কৃতি জগতের কিংবদন্তি : দেওয়ান এ. এইচ মাহমুদ রাজা চৌধুরী

আমিনুর রশিদ চৌধুরী ছিলেন সংস্কৃতি জগতের কিংবদন্তি : দেওয়ান এ. এইচ মাহমুদ রাজা চৌধুরী


সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, 'আমিনুর রশিদ ছিলেন সংস্কৃতি জগতের কিংবদন্তি। সাহিত্য সাংবাদিকতায় আমিনুর রশিদ চৌধুরীর অবদান সিলেটের মানুষ যুগযুগ ধরে স্বরণ রাখবে।'

তিনি গত ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যলয়ে সিলেট মোবাইল পাঠাগারের ৭৯২ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, দৈনিক যুগভেরী পত্রিকার সাবেক সম্পাদক, সিলেটের সাংবাদিকতার পথিকৃত আমিনুর রশীদ চৌধুরী’র স্মরণে নিবেদিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য, কবি সয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের জীবন সদস্য আবদুল কাদির জীবনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা পাঠাগারের যুগ্ন সম্পাদ সিনিয়র সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।
সাহিত্য সভায় লেখাপাঠে অংশগ্রহণ করেন সিলেট মোবাইল পাঠাগারের পাঠাগার সম্পাদক  কবি অরুপ নাগ, ঔপন্যাসিক সিরাজুল হক, কবি কামাল আহমদ, কবি জুবের আহমদ সার্জন, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার বাহা উদ্দিন বাহার, গীতিকার সাজিদুর রহমান, সম্রাট জাহাঙ্গীর আলম, কবি গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, মিলন চৌধুরী প্রমুখ।
ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপ্রত্র 'ছায়ালাপ' সম্পাদক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি ছয়ফুল আলম পারুল।
সাহিত্য আসরে লেখাপাঠে অংশগ্রহণ করেন মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের সাবেক ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, গীতিকার নুর মোহাম্মদ, ছড়াকার কবির আশরাফ, গীতিকার সাজিদুর রহমান, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, মিলন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি