লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার  ক্লাবের বিটফেস্ট এর উদ্বোধন 

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার  ক্লাবের বিটফেস্ট এর উদ্বোধন 

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে কম্পিউটার ক্লাবের উদ‍্যোগে দুইদিনব‍্যাপী  'LUCC Presents Bitfest' শিরোনামে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা, হেকাথন প্রতিযোগিতা, জব ফেয়ার, গেইমিং প্রতিযোগিতা, আইসিটি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। রোববার (১১ সেপ্টেম্বর ২০২২) লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনে সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ 'বিটফেস্ট' এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিলেট ইন্টারনেশনাল ইউনিভার্সিটি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায়ই পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

'বিটফেস্ট' প্রোগ্রাম উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  ড. কাজী আজিজুল মাওলা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং লিডিং ইউনিভার্সিটিতে এসে এতে অংশগ্রহণ করার জন‍্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, ব‍্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর, কম্পিউটার ক্লাবের উপদেষ্টা আরাফাত হাবীব কোরেশী বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
'বিটফেস্ট' এর হেকাথন প্রতিযোগিতার স্পন্সর করেন টেক নেক্সট, আউথ ল‍্যাব এবং ইনভার্স.এ.আই.। জব ফেয়ারের স্পন্সর আউথ ল‍্যাব, ডরিক, ওরিক্স এবং ব্র‍্যান্ড লেন্সার।