আমরা কি কাপড় খুলে ফেলব? পুতিনকে ব্যাঙ্গ জি-৭ নেতাদের

আমরা কি কাপড় খুলে ফেলব? পুতিনকে ব্যাঙ্গ জি-৭ নেতাদের

রয়েল ভিউ ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে ব্যঙ্গ করলেন বিশ্বের শিল্পোন্নত ৭ দেশের জোট জি–৭ এর নেতারা। বেশ কয়েক বছর আগে পুতিনের খালি গায়ে ঘোড়ায় চড়া একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। সেই ছবি স্মরণ করেই জি–৭ এর নেতাদের এই ব্যাঙ্গ।

রবিবার জি–৭ সম্মেলনের ফটোশ্যুটের সময় বরিস জনসন জি–৭ সম্মেলনের বাকি নেতাদের উদ্দেশে বলেন, ‘জ্যাকেট গায়ে থাকবে? নাকি থাকবে না? আমরা কি আমাদের কাপড় খুলে ফেলব? আমাদের সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমরা পুতিনের চেয়েও শক্তপোক্ত’।

এ সময় ট্রুডো পুতিনের সেই ভাইরাল হওয়া ছবির দিকে ইঙ্গিত করে বলেন, ‘খোলা বুকে ঘোড়ার পিঠে চড়ার মতো’। জবাবে বরিস জনসন আবার বলেন, ‘আপনি ঠিক বলেছেন! আপনি ঠিক বলেছেন! তাদের দেখিয়ে দিতে হবে আমাদেরও প্যাক আছে’।

এরপর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলে উঠেন, ‘ওহ হ্যাঁ, ঘোড়ায় চড়াই সেরা’।

২০১৪ সালে ক্রিমিয়ায় অভিযান চালানোর অভিযোগে রাশিয়াকে জি–৮ থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে জি–৮ পরিণত হয় জি–৭ এ। জি–৭ ভুক্ত বর্তমান দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং জাপান।

জি-৭ নেতারা ইউক্রেনে আগ্রাসনের শাস্তি হিসেবে রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করার প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন।