আমেরিকায় ভয় ছড়াচ্ছে প্রাণঘাতী হার্টল্যান্ড ভাইরাস!

আমেরিকায় ভয় ছড়াচ্ছে প্রাণঘাতী হার্টল্যান্ড ভাইরাস!

রয়েল ভিউ ডেস্ক :

করোনা মহামারী পরিস্থিতি ধীরে ধীরে যখন উন্নতির দিকে যাচ্ছে, ঠিক তখনই নতুন আরেকটি প্রাণঘাতী ভাইরাস নিয়ে দৌড়ের ওপর আছে আমেরিকা। নাম- হার্টল্যান্ড ভাইরাস। 

আমেরিকার ছয়টি রাজ্যে এরিমধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, করোনা ভাইরাসের উপসর্গের সঙ্গে অনেক মিল রয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসি এই ভাইরাসটি নিয়ে সতর্কতা জারি করেছে। ছড়িয়ে পড়া রাজ্যগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

জর্জিয়ার ইমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, এই ভাইরাস করোনার মতোই ভয়াবহ ও প্রাণঘাতী। দ্রুত গতিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

সংক্রমণ যে হারে ছড়াচ্ছে, মৃত্যুর হার তার তুলনায় কম। তবে বয়স্করা আক্রান্ত হলে তা বিপদজনক বলেই ধারণা বিশেষজ্ঞদের।

জ্বর, মাথাব্যথা, পেট খারাপ, নাক থেকে জল ঝরে পড়া, ডায়ারিয়া, হাতে-পায়ে, গাঁটে গাঁটে ব্যথা, হার্টল্যান্ড ভাইরাসে আক্রান্তদের এই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে।

প্রথম ২০০৯ সালে ভাইরাসটির খোঁজ পাওয়া যায়। পরে ২০২১ সালের মধ্যে জর্জিয়া, ইন্ডিয়ানা, আইওয়া, ক্যানসাস, কেনটাকিসহ ১১ রাজ্যে ছড়িয়ে পড়ে হার্টল্যান্ড ভাইরাস।