ভূমিকম্পে কেঁপে উঠলো বিট্রেন!

ভূমিকম্পে কেঁপে উঠলো বিট্রেন!

রয়েল ভিউ ডেস্ক :
ব্রিটেনের একটি অংশে ভোর ৫ টা ৩০ মিনিটে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ব্রিটিশ গনমাধ্যম মেট্রো’র সংবাদে বলা হয়েছে, ২১ মার্চ সোমবার স্কটল্যান্ডের শেটাল্যান্ড এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। 

জানা যায়, নরেজিয়ান সমুদ্রের ১০ কিলোমিটার ভিতরে এই ভূমিকম্পের সৃষ্ট হয় যা স্কটল্যান্ডেও অনুভূত হয়। তবে ভূমিকম্প স্কটল্যান্ডের শেটল্যান্ড, ইলন, স্টোন হ্যাভেন, হেলমসডেইল, ইনভারি, লেইরগ, হান্টলি, বানফ, ফ্রাসবার্গ এলাকার বাসিন্দারা যার কম্পন পেয়েছেন।

অন্তত ৭০ জন বাসিন্দা বলেছেন প্রায় মিনিট দুয়েক ধরে তারা এই ভূমিকম্পটি হয়। এসময় বেশ শব্দ হয়। 

রিয়ান থম্পসন নামের এক বাসিন্দা বলেছেন, তখন মনে হচ্ছিলো আকাশের অনেক নিচু দিয়ে জেট বিমান যাচ্ছে। এসময় তিনি দেখেন ভূমিকম্পনে তার বাসা নড়ে উঠেছে, ঘরের লাইট শ্যাড নড়ে অন্যপাশে চলে যায়। এই অঞ্চলে সাধারনত ভূমিকম্প হয়না। এমন আওয়াজ ও ভূমিকম্প স্থানীয় মানুষদের মধ্যে ভয় ছড়িয়েছে।

এই ভূমিকম্পে কোথাও ক্ষতিগ্রস্ত বা ধ্বসে পড়ার সংবাদ পাওয়া যায়নি এখনও।