ইউক্রেনে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠালে কী পরিণতি হবে জানালেন পুতিন

ইউক্রেনে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠালে কী পরিণতি হবে জানালেন পুতিন

রয়েল ভিউ ডেস্ক:

যুক্তরাষ্ট্র কিয়েভে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে রাশিয়া ইউক্রেনে হামলার তীব্রতা বাড়াবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হুঁশিয়ারি দিয়েছেন।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, যদি এরকম ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়, তাহলে আমরা এমন সব অঞ্চলে আক্রমণ চালাব যেখানে এখনো হামলা হয়নি।

তবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে রাশিয়া কোন অঞ্চলকে লক্ষ্যবস্তু বানাবে, সে বিষয়ে পুতিন বিস্তারিত জানাননি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির রকেট-ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হন। এ রকেট-ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘ দূরত্বে রকেট ছোড়া যাবে। ৭০ কোটি ডলার মূল্যের নতুন অস্ত্র সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে এ রকেট-ব্যবস্থা সরবরাহ করবে ওয়াশিংটন।

জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (দীর্ঘ পাল্লার রকেট ছুড়তে সক্ষম) সরবরাহ করবে, যা ৮০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত (৫০ মাইল) থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রাশিয়ার ভেতরে হামলা চালাতে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে না বলে ইউক্রেন আশ্বাস দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিয়েভে এ ধরনের অস্ত্র দিলে যুদ্ধ তৃতীয় দেশে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।

সূত্র: আল জাজিরা