ইউক্রেনের বুজোভা গ্রামে নতুন গণকবরের সন্ধান

ইউক্রেনের বুজোভা গ্রামে নতুন গণকবরের সন্ধান

রয়েল ভিউ ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে বুজোভা গ্রামে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে কয়েক ডজন বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।
 
বুজোভা দিমিত্রিভকা সম্প্রদায়ের প্রধান তারাস ডিডিচ জানিয়েছেন, একটি পেট্রোল স্টেশনের কাছে খাদে মৃতদেহগুলি পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে চলতি মাসের শুরুতে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছিল, বুজোভা শহরের কাছে প্রায় ৩০টি মরদেহ পাওয়া গেছে। 

ইউক্রেনের রাজধানী ঘিরে রেখে কয়েক সপ্তাহ ধরে ওই এলাকা দখল করে রেখেছিল রুশ সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, তখন বুজোভা গ্রামের মানুষদের হত্যা করেছিল রুশ সেনাবাহিনী।
 
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় সেনাবাহিনী রাজধানীর আশেপাশের অঞ্চলগুলির নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার চেষ্টা করছে। 

ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে।