ইনাতগঞ্জে কোনভাবেই থামছে না  চুরি ॥ ব্যবসায়ারীরা আতংকে

ইনাতগঞ্জে কোনভাবেই থামছে না  চুরি ॥ ব্যবসায়ারীরা আতংকে

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে থামছে না চুরি। চোরের কাছে অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পাশেই এসব চুরির ঘটনা ঘটলেও ফাঁড়ি পুলিশের তেমন তৎপরতা নেই। 

গত শুক্রবার রাতে এক কৃষকের ৪টি গরু চুরির পরদিন গত শনিবার ইনাতগঞ্জ বাজারে পুলিশ ফাঁড়ির সামনে এক রাতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়,গত শুক্রবার ইনাতগঞ্জের দিঘীরপাড় গ্রামের কৃষক সিরাজ উদ্দিনের ৪টি গরু চুরি হয়। পরদিন শনিবার রাতে কলেজ রোডে ৫ টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
দোকানগুলোহলো ভাই ভাই ভেরাইটিজ স্টোর, মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, গ্লাস কর্ণার, রোমান এন্টারপ্রাইজ ও মিনি ভেরাইটিজ স্টোর। ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে এসে দেখতে পান তালা ভাঙ্গা। সব কিছু লুট করে নিয়ে গেছে চোর দল। 

তাছাড়া, এর আগে দিঘলবাক ইউনিয়নের সাইন বোর্ড ও নতুন বাজারে ৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি ইনাতগঞ্জে ব্যাপকহারে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতংকে রয়েছেন ব্যবসায়ীসহ কৃষকরা। অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন। এলাকায় চুরি বন্ধে প্রশাসনের কোন উদ্যোগ নেই বলে জানিয়েছেন সচেতন মহল। এলাকাবাসী জানান, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলম ইনাতগঞ্জ ফাঁড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূর ফিরোজপুর বাগান বাড়িতে বাসা নিয়ে বসবাস করছেন। তিনি ফাঁড়িতে না থাকার কারণে চোরের দল এই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক চুরি করছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী চুরি বন্ধে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।