চুনারুঘাটে পৃথক  অভিযানে চোরাই   চা পাতা, গাঁজাসহ গ্রেপ্তার ৩

চুনারুঘাটে পৃথক  অভিযানে চোরাই   চা পাতা, গাঁজাসহ গ্রেপ্তার ৩

চুনারুঘাট  (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের  চুনারুঘাট  থানা  পুলিশের  পৃথক  অভিযানে  দুইশো  নব্বই  কেজি  ভারতীয়  চোরাই  চা -পাতা,  তিন  কেজি  গাঁজাসহ  তিনজনকে  গ্রেপ্তার  করা  হয়েছে। জানা  যায়, গত রোববার রাতে  উপজেলার  চন্ডী - আমু  চা-বাগানে  ১২  নম্বর  গেটের  সামনে  থেকে  টমটম দিয়ে দুইশো  নব্বই  কেজি ভারতীয় চোরাই  চা পাতা পাচারের সময়  একদল  পুলিশ  অভিযান  চালিয়ে একটি  টমটমসহ  চন্ডিছড়া  চা বাগানের  বেলাবিল এলাকার  মিলন  রায়ের  পুত্র  শিপন  রায় (২৪)-কে গ্রেপ্তার  করে   এবং  গত শনিবার দিবাগত রাতে  আহম্মদাবাদ ইউপির সুন্দর  গ্রামে  পুলিশ  অভিযান  চালিয়ে  কিছু নগদ  টাকা  ও   তিন  কেজি  গাঁজাসহ  বাহুবল উপজেলার  বাদে  উলয়া  গ্রামের  আব্দুর  রাজ্জাকের পুত্র নুরুল  ইসলাম (৩৩),  ইজ্জতপুর  গ্রামের  রহমত আলীর  পুত্র  মজিদ  মিয়া (৪০)-কে  গ্রেপ্তার  করা  হয়। গ্রেপ্তারদের  হবিগঞ্জ  জেলা  কারাগারে  প্রেরণ  করা  হয়েছে।  

চুনারুঘাট  থানার  (ওসি)  মোঃ  আলী  আশরাফ  গ্রেপ্তারের  বিষয়টি  সত্যতা  নিশ্চিত করেছেন।