ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সিলেটে বিএমবিএফ’র মানববন্ধন

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সিলেটে বিএমবিএফ’র মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বিএমবিএফ সিলেট বিভাগ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ছিলেন।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট বিভাগীয় সহ সভাপতি সাংবাদিক এম এ হান্নান, সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, শ্যামল চৌধুরী, জেলা সহ সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক তারা মিয়া তালুকদার, মহানগর সভাপতি মির্জা রেজওয়ান বেগ, সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, সাংবাদিক এম এ মতিন, সাংবাদিক খালেদ মিয়া, শিরিন আক্তার চৌধুরী, আব্দুল ওয়াদুদ, ইউসুফ সেলু, ইব্রাহিম আলী, আব্দুল হক, সাহেদা আক্তার, ডা. হোসেন রেজা, জাহারা বেগম, জিয়াউল হক জিয়া, আব্দুল হান্নান, আলী হোসেন আলীম, আবু তাহের, সাংবাদিক আশরাফ উল্লাহ প্রমুখ।-বিজ্ঞপ্তি