বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান হবে না- ডা. দুলাল

বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান হবে না- ডা. দুলাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় যে জাতির উদ্ভব হয়েছিল জাতির জনকের হাত ধরে সেই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান হবে না। জাতির পিতার অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে তারই কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের বসবাসের উপযোগী করে তুলেছেন।

শনিবার দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজাম-পে শুভেচ্ছা বিনিময়কালে একথাগুলো বলেন। 

ডা. দুলাল বলেন, শারদীয় দুর্গাপূজা সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে সুসংহত করে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আমি সিলেট-৩ আসনের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই। 
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভূষণ দে, হুমায়ুন রশীদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, পূজা পরিষদ নেতা প্রদীপ দেব, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল, এম এ হামিদ, ওলিউর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি