ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার  আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন

ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার  আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৪০ বছর পূর্তিতে গোলাপগঞ্জ শাখা, সিলেট আয়োজিত সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

গোলাপগঞ্জ শাখার প্রধান এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বুরহান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. রফিকুল ইসলাম। 
ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাসান আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শাখার ম্যানেজার অপারেশন আলাউর রহমান। প্রধান আলোচক ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা, সিলেটের ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার। বিশেষ আলোচক ছিলেন ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসা, গোলাপগঞ্জের প্রভাষক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ বলেন, বাংলাদেশে মোট ৬১টি ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। তন্মধ্যে ১০টি ইসলামী ব্যাংক রয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৯৮৩ সালে এদেশে প্রথম ইসলামী শরীয়া ভিত্তিক কার্যক্রম শুরু করে। তিনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শতভাগ জায়গা চাষাবাদের আওতায় নিয়ে আসতে সহায়তা করতে উপস্থিত গ্রাহক সুধীজনদের আহবান জানান। প্রয়োজনে ব্যাংক থেকে স্বল্প মুনাফায় কৃষি ঋণ নিতে কৃষকদের পরামর্শ দেন। তিনি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর প্রণোদনা প্রদান নিশ্চিত করতে ব্যাংকারদের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. রফিকুল ইসলাম ইসলামী মহান শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে সকলের প্রতি আহবান জানান। 
সভাপতির বক্তব্যে শাখা প্রধান মোহাম্মদ বুরহান উদ্দিন ইসলামী ব্যাংকিং কার্যক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নানা সাফল্য তুলে ধরেন। 
আলোচকগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার নানা বিষয় তুলে ধরে বলেন, ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হালাল উপার্জন। বক্তারা সুদমুক্ত ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে সকলের প্রতি আহবান জানান।
আলোচনা ও ইফতার মাহফিলে প্রায় তিন শত গ্রাহক, শুভানুধ্যায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
ইফতারের প্রাক্কালে বিশেষ মোনাজাত করেন মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।