ফেঞ্চুগঞ্জে ১২টি আইটেমের খাদ্য সামগ্রী ১০০০ পরিবারের মধ্যে অর্ধেক দামে বিক্রি

ফেঞ্চুগঞ্জে ১২টি আইটেমের খাদ্য সামগ্রী ১০০০ পরিবারের মধ্যে অর্ধেক দামে বিক্রি


ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযেদ্ধা নুরুল ইসলাম বলেছেন, মানবসেবা জনসেবার মাধ্যমে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ফেঞ্চুগঞ্জের ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু। তরুণ বয়সে সততা, দক্ষতার মাধ্যমে জনসেবায় ব্যতিক্রমী স্বাক্ষর রেখে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মানুষ মানুষের ভালো কাজের মূল্যায়ন করে তার উৎকৃষ্ট উদাহরণ এ প্রতিনিধি। প্রাকৃতিক দুর্যোগ বিগত বন্যায় ব্যক্তিগতভাবে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন জনপ্রিয় এই চেয়ারম্যান। 
বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলুর ব্যক্তিগত উদ্যাগে ১ হাজার পরিবারের মধ্যে অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৬ষ্ঠ বারের মত ইউনিয়নবাসীর মধ্যে অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। ১২টি আইটেমের খাদ্য সামগ্রী বাজার মূল্য ১০২৪ টাকার স্থলে ৫’শ টাকা
করে নেয়া হচ্ছে। 
ব্যতিক্রমী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম।