ঈদের দ্বিতীয় দিনও কুরবানি করতে গিয়ে আহত অর্ধশতাধিক 

ঈদের দ্বিতীয় দিনও কুরবানি করতে গিয়ে আহত অর্ধশতাধিক 

রয়েল ভিউ ডেস্ক:
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা ও আশপাশে অর্ধশতাধিক মানুষ পশু কুরবানি করতে গিয়ে আহত হয়েছেন।

সোমবার (১১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. আবদুল গণি মোল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার অন্যান্য দুর্ঘটনার রোগী কম। গতকাল প্রায় আড়াইশ রোগী এসেছে। সবই এবার এসেছে কুরবানি করতে গিয়ে আহত রোগী। হাত কাটা, পা কাটা এমন রোগী৷ কুরবানি করতে একদিনের কসাই সাজতে গিয়ে এই হাল হয়েছে রোগীদের। ট্রমার রোগী কম এসেছে, ১০ শতাংশ এসেছে। ৯০ শতাংশ রোগী কুরবানির মাংস কাটতে গিয়ে, গরুর পায়ের লাথি, শিংয়ের গুতায় আহত হয়েছেন।

আজকেও একই ধরনের রোগী পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, গতকাল দু-তিনটা বাইক অ্যাক্সিডেন্ট ছিল। আজকে সেটাও কম। আজকের রোগীদের অধিকাংশই কসাইয়ের কাজ করতে গিয়ে আহত হয়েছেন। এছাড়া কুরবানির কাজে সহযোগিতা করতে গিয়ে কারো আঙুল, কারো হাত কেটেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছর কুরবানির ঈদের দিন এমন ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীতে দক্ষ কসাইয়ের অভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।