বিমান ঘাঁটিতে শ্রীলংকার প্রেসিডেন্ট, 'পালাচ্ছেন' দুবাইয়ে

বিমান ঘাঁটিতে শ্রীলংকার প্রেসিডেন্ট, 'পালাচ্ছেন' দুবাইয়ে

রয়েল ভিউ ডেস্ক:
শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। নৌ বাহিনীর তত্ত্বাবধানে দেশটির প্রধান বিমানবন্দেরর সঙ্গে লাগোয়া কাতুনায়েকে নামে একটি বিমান ঘাঁটিতে হেলিকপ্টারে এসেছেন রাজাপাকসে। 

লংকান গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি৷

বলা হচ্ছে দেশ থেকে পালিয়ে দুবাই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেখানে আশ্রয় নেবেন লংকান প্রেসিডেন্ট৷ 

এদিকে গত শনিবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী কলম্বোতে জড়ো হন হাজার হাজার মানুষ৷ এক পর্যায়ে তারা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন৷

এর আগে নৌ বাহিনীর সহায়তায় গোপন সুড়ঙ্গ দিয়ে একটি নৌ ক্যাম্পে আশ্রয় নেন গোতবায়া রাজাপাকসে। 

এদিন শ্রীলংকার জাতীয় সংসদের স্পিকার জানান, পদত্যাগ করতে সম্মত হয়েছেন প্রেসিিেন্ট। 

শনিবারের পর থেকে আর জনসম্মুখে আসেননি তিনি৷ 

এনডিটিভি জানিয়েছে, ব্যাপক নিরাপত্তায় ঘেরা বিমান ঘাঁটিতে নিজের কাছের লোকজনদের নিয়ে দুটি হেলিকপ্টারে করে আসেন গোতবায়া রাজাপাকসে। 

সূত্র: এনডিটিভি