উদ্বেগ আর উৎকন্ঠার মধ্য দিয়ে হাকালুকি হাওরের ধান কাটতে শুরু

উদ্বেগ আর উৎকন্ঠার মধ্য দিয়ে হাকালুকি হাওরের ধান কাটতে শুরু

কুলাউড়া অফিস : সিলেটের কুশিয়ারা ও সুরমা নদীর পানি বৃদ্ধির ফলে কৃষকরা উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছেন। হাকালুকি হাওরের বোরো ধান কাটা শুরু হলেও ধান কাটা শ্রমিক সংকট  দেখা দিয়েছে। এদিকে, হাকালুকি হাওরের বোরো ধান নিয়ে কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর পারের ভুকসিমইল, বাদে ভুকসিমইল,মদনগৌরি, মীনশংকর এলাকার বোরো ধান চাষীরা চরম উদ্বেগ আর উৎকন্ঠার মধ্য দিয়ে হাকালুকি হাওরের ধান কাটতে শুরু করেছেন। 

অনেকে বোরো ধান পুরো মাত্রায় পাকার আগেই কেটে ফেলছে। এ বছর কুলাউড়া উপজেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ২শ হেক্টর। উৎপাদিত হয়েছে ৮হাজার ২শ ১৫ হেক্টর। কুলাউড়া উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি অফিসার মোঃ আব্দুল মোমিন জানান, এ বছর বিআর-১৪ ও বিআর-২৮ চাষিরা বেশী কাটছে। বিআর-২৯ এখনও কাটা শুরু হয়নি। আগাম বন্যার আশঙ্কায় তড়িঘড়ি করে অধিক টাকায় চা-শ্রমিকদেরকে ধান কাটায় নিয়োগ করেছে। মাঠে সরকারি ভাবে ৮টি ও বেসরকারি ভাবে ৪ টি কম্বাইন্ড হারবেসটার মেশিন ধান কাটছে। তিনি আরও জানান, ধান কাটা পুরো মাত্রায় শেষ করতে মে মাসের মাঝামাঝি সময় লাগতে পারে।