এবার রাজনগরে  হচ্ছে কুমারী পূজা

এবার রাজনগরে  হচ্ছে কুমারী পূজা

রাজনগর(মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রামে এ বছর প্রথম কুমারী পূজা অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার - কুলাউড়া সড়কের পশ্চিম কদমহাটা থেকে ৪ কিলোমিটার দূরত্বে বালিসহস্র গ্রামের আশুতোষ ভট্টাচার্যের বাড়িতে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী কুমারী পূজা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

শারদীয়  দূর্গাপূজার অষ্টমী তিথি মা দুর্গার সন্তুষ্টির জন্য এ পূজা অনুষ্ঠিত হয়। পূজারীদের তথ্য মতে, বিগত ৫৫ বছরে রাজনগরে পূজা অনুষ্ঠিত হয়নি। আশুতোষ ভট্টাচার্যের পারিবারের অনেকদিনের ইচ্ছে এ পূজা আয়োজন করার। এইবার সর্বপ্রথম কুমারী পূজা আয়োজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে অনেকটাই উৎফুল্ল আশুতোষ ভট্টাচার্যের পরিবার। আয়োজক কমিটির ভাষ্যমতে, এ বছর কুমারী পূজায় ব্যাপক ভক্তের সমাগম ঘটবে। ইতিমধ্যে পূজা দেখতে ও মায়ের সন্তুষ্টিতে দেশ ও দেশের বাইরে থেকে ভক্তবৃন্দের আগমন ঘটেছে। এ ব্যাপারে আয়োজক কমিটির সদস্য অংশুমান ভট্টাচার্য বলেন, দুর্গাপূজায় মা দূর্গার সন্তুষ্টির একটি বড় মাধ্যম হচ্ছে এই কুমারী পূজা। 

রাজনগর থানার (ওসি) বিনয় ভূষণ রায় জানান, কুমারী পূজায় পুলিশের বিশেষ টিম কাজ করবে। এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা বলেন, আমর রাজনগরে প্রতিটি মন্দির তদারকি করছি। বালিসহস্র গ্রামের আশুতোষ ভট্টাচার্যের বাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেছেন বলে জানান ওসি।