নেদারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার প্রথম জয়

নেদারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার প্রথম জয়

রয়েল ভিউ ডেস্ক : হারের বৃত্ত অবশেষে ভাঙল শ্রীলঙ্কা। বিশ্বকাপে টানা তিন পরাজয়ের পর চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারাল নেদারল্যান্ডসকে। ডাচদের ২৬২ রান সাদিরা সামারাবিক্রমা এবং পাথুম নিশাঙ্কার হাফসেঞ্চুরিতে ১০ বল বাকি থাকতে পৌঁছে যায় মেন্ডিসের দল। টানা তিন পরাজয়ে আসর শুরুর পর চতুর্থ ম্যাচে এসে শ্রীলঙ্কা  পেল জয়ের স্বাদ। সমান ম্যাচে নেদারল্যান্ডসের এটি তৃতীয় পরাজয়। লক্ষ্মৌতে শনিবারের খেলায় শ্রীলঙ্কার জয়ে বড় অবদান সামারাউইক্রামার। ১০৭ বলে ৭ চারে অপরাজিত ৯১ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার ওঠে এই মিডল-অর্ডার ব্যাটসম্যানের হাতে। রান তাড়ায় শুরুতেই ফেরেন কুসাল পেরেরা। অধিনায়ক কুসাল মেন্ডিসও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে দলের ওপর চাপ পড়তে দেননি নিসানকা।

চলতি বিশ্বকাপে টানা তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৯ চারে ৫২ বলে ৫৪ রান করেন লঙ্কান ওপেনার। চতুর্থ উইকেটে চারিথ আসালাঙ্কা করেন ৪৪। একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকা সামারাউইক্রামা পরে ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গে গড়েন ৭৬ রানের জুটি। জয়ের জন্য ৬ রান বাকি থাকতে ধানাঞ্জয়া ফিরলেও কাজ শেষ করে আসেন সামারাউইক্রামা।

ম্যাচের প্রথম ভাগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। ৯১ রানে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে চাপ সামাল দেন ফন বিক, এঙ্গেলব্রেশট। দুজনের জুটিতে আসে ১৩০ রান। বিশ্বকাপে সপ্তম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। পরে দলকে আড়াইশ পার করিয়ে ফেরেন পেস অলরাউন্ডার ফন বিক। তার ব্যাট থেকে আসে ৭৫ বলে ৫৯ রান। পুরো ইনিংসে অতিরিক্ত থেকে ৩৩ রান পায় নেদারল্যান্ডস। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫০ রানে ৪ উইকেট নেন কাসুন রাজিথা। প্রথম ৪ উইকেট পাওয়া দিলশান মাদুশানকা খরচ ৪৯ রান।