এশিয়ার সেরা ২৫০ বিশ্ববিদ্যালয়ে নেই বাংলাদেশের একটিও

এশিয়ার সেরা ২৫০ বিশ্ববিদ্যালয়ে নেই বাংলাদেশের একটিও

রয়েল ভিউ ডেস্ক: টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২২ এ এশিয়ার সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম আসেনি।

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন আজ বুধবার যে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে ২৫১-৩০০ গ্রুপে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

এশিয়ার মোট ৬১৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‍্যাঙ্কিং করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর ৩৫১-৪০০ গ্রুপে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এর পরের ৪০১-৫০০ গ্রুপে আছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

তবে গত বছরের র‍্যাঙ্কিংয়ের সঙ্গে তুলনায়, এ বছর ঢাবি ও বুয়েটের অবস্থানের উন্নতি হয়েছে। গত বছরের র‍্যাঙ্কিংয়ে ঢাবি ছিল ৩৫১-৪০০ গ্রুপে, আর বুয়েট ছিল ৪০১+ গ্রুপে।

এ বছর ১৩টি পারফরম্যান্স ইন্ডিকেটরকে বিবেচনায় নিয়ে টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তুলনাকে ব্যাপকভিত্তিক ও সুষম করতে বিশ্ববিদ্যালয়ের মৌলিক লক্ষ্য—পাঠদান, গবেষণা, জ্ঞান স্থানান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—সবকিছুই বিচার করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক দিল আফরোজ বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, যারা র‍্যাঙ্কিং করছেন তাদের ঠিক করে দেওয়া কিছু মানদণ্ডে পৌঁছাতে না পারায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে থাকছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষক-শিক্ষার্থী থাকা, হালনাগাদ গবেষণা প্রকাশনা এবং অন্যান্য বিষয়কে তারা মানদণ্ড করছে।

'কিন্তু এটাও উল্লেখযোগ্য যে অনেক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাচ্ছে,' যোগ করেন তিনি।

এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয়বারের মতো শীর্ষে আছে চীনের সিংহুয়া এবং পিকিং বিশ্ববিদ্যালয়।

এ বছর জাপানের সর্বোচ্চ ১১৮টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান করে নিয়েছে। গত বছর এই সংখ্যাটি ছিল ১১৬। তবে দেশটির মাত্র একটি বিশ্ববিদ্যালয় এবার শীর্ষ ১০-এ আছে। গত বছর দুটি বিশ্ববিদ্যালয় এর মধ্যে ছিল।

অন্যদিকে, এবার ফিলিস্তিনের একটি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। শীর্ষ ১০০-তে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা চার থেকে বেড়ে ছয় হয়েছে।