ওসমানীনগরে বন্যার্তদের অযাচক আশ্রমের নগদঅর্থ,খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

ওসমানীনগরে বন্যার্তদের অযাচক আশ্রমের নগদঅর্থ,খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:
অযাচক আশ্রম বাংলাদেশ শ্রীহট্র অখন্ড মন্ডলী‘র আয়োজনে সিলেটের ওসমানীনগরের শতাধিক বানভাসী পরিবারের মাঝে নগদ ৪ হাজার টাকা,শাড়ি-লঙ্গি ধুতিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদীপুর গ্রামে অনুষ্টিত বিতরনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন অযাচক আশ্রম বাংলাদেশের প্রধান শ্রীমৎ ডা: যুগল ব্রক্ষচারী।বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল মো: রফিকূল ইসলাম,ডা: বিধান দেব নাথ,জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাকির আহমদ শাহিন, তাঁর সহধর্মীনি ডা: রফিকুননেচ্ছা, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি নারী জাগরনীর নেত্রী সুষমা সুলতানা রুহি, ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক,অ্যাডভোকেট দেবাশীষ ভট্ট্রাচার্য,প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল,আওয়ামীলীগ নেতা মুহিব আহমদ প্রমুখ।সিলেট জেলা পুলিশের প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কো ইনচার্জ শ্যামল বনিকের সার্বিক আয়োজনে ও থানার এসআই সবিনয় বৈদ্যের পরিচালনায় বক্তারা বলেন,অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা একে অপরের ভাই,বন্ধু ও স্বজন এমন ব্রত নিয়ে মানব সেবাই যে পরম ধর্ম তারাই উদাহরন হচ্ছে অযাচক আশ্রম।

অযাচক আশ্রম প্রধান দেশের ১০ জন সাদা মনের মানুষের একজন হিসাবে স্ককিৃতিপ্রাপ্ত শ্রীমৎ ডা: যুগল ব্রক্ষচারী বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে যে উদ্যোগ গ্রহন করেছেন তা খুবই প্রশংসনীয়।দেশের প্রান্তিক জনগোষ্টির অগ্রগতিসহ মানব কল্যানে অযাচক আশ্রমের কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান। অনুষ্ঠানে এসে এক সাথে নগদ অর্থসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নতুন কাপর পেয়ে খুশি মনে বাড়ি পেরেন এলাকার নিম্ন আয়ের পরিবারের সদস্যরা।