বিশ্বম্ভরপুরে রক্তি নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বিশ্বম্ভরপুরে রক্তি নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি: বিশ্বম্ভর পুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রঙ্গারচর ঘাটে রক্তি নদীতে  ""বিআইডব্লিউ"" এর নামে  কয়লা,  বালি, পাথর বাহী নৌ জান হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের প্রতিবাদে এবং চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে  এক মানববন্ধন  ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 রবিবার (৩১ জুলাই) দুপুরে  উপজেলা সদর জয় বাংলা  চত্বর সড়কে এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মহিবুর রহমানের সভাপতিত্বে, মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ মফস্বর আলী, নবী নূর, দিলওয়ার হোসেন, আমেনা বেগম,  এলেমান হোসেন, মাসুক মিয়া প্রমূখ।

 মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এক স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রক্ত নদীর দক্ষিণ পাড়ে রঙ্গারচর ঘাটে এবং আবুয়া নদীর তিমুকে,  ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের উত্তর-পূর্বে স্থাপিত টিনের ঘরে তথাকথিত  শুল্ক ও   বার্তিং  চার্জ আদায় কেন্দ্র  স্থলে এবং তাহিরপুর উপজেলার বালিজুর ইউনিয়নের ফিরোজপুর গ্রামের পশ্চিম মাথায় বৌূলাই নদীতে পৃথক তিনটি স্পটে চাঁদা আদায় হচ্ছে।

 সাবেক ফতেপুর ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান  বাদী হয়ে ১৬ জন  চাঁদাবাজদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে  স্মারকলিপির  অনুলিপি প্রেরণ করা হয়।