কে পাচ্ছে গোল্ডেন বুট!

কে পাচ্ছে গোল্ডেন বুট!

রয়েল ভিউ ডেস্ক:
কিছুক্ষণ পরেই কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। বাজতে শুরু করেছে বিদায়ের ঘন্টা। কে জিতবে শিরোপা, কার হাতে উঠবে গোল্ডেন বুট আর গোল্ডেন বলের ট্রফি এমন আলোচনা, তর্ক-বিতর্ক চলছে গোটাবিশ্বে। টুর্নামেন্টের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে আছেন লিওনেল মেসি।

একইভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথেও এগিয়ে আর্জেন্টাইন প্রাণভোমরা। কিন্তু ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও আছেন সমান দূরত্বে। তাদের ঠিক পেছনে আছেন হুলিয়ান আলভারেজ এবং অলিভার জিরুদ।

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি করে গোল করে সর্বোচ্চ গোল করার তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। আর চারটি করে গোল করে তালিকার দ্বিতীয়তে আছেন আলভারেজ এবং জিরুদ। এখন পর্যন্ত আসছে গোল যদি সমান হয় তাহলে কে জিতবে গোল্ডেন বুটের ট্রফি?

এ ক্ষেত্রে ফিফার নিয়মটা অন্যরকম। বিশ্বকাপে একাধিক ফুটবলারের গোলসংখ্যা সর্বোচ্চ হলে গোল্ডেন বুটের লড়াইয়ে দেখা হবে কার কয়টি অ্যাসিস্ট। বিবেচ্য হবে পেনাল্টি গোলও। সব দিক থেকেই এগিয়ে আছেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক পাঁচটি গোল করার পাশাপাশি করিয়েছেন তিনটি।

সঙ্গে পেনাল্টি গোলও আছে তিনটি। এমবাপ্পের পাঁচটি গোলের একটিও পেনাল্টি থেকে নয়। আর ফরাসি তারকার পাস থেকে এখন পর্যন্ত গোল হয়েছে দুটি। সুতরাং ফিফার নিয়ম অনুযায়ী বলা যায়, গোলসংখ্যা সমান হলে গোল্ডেন বুট জিতবে লিওনেল মেসি।