কানাডায় বাড়ি কিনতে পারবেন না বিদেশিরা

কানাডায় বাড়ি কিনতে পারবেন না বিদেশিরা

ডেস্ক রিপোর্ট:
আগামী দুই বছরে বিদেশিদের কাছে বাড়ি বিক্রি করবে না কানাডা সরকার। তবে কানাডায় পড়াশোনা করছেন এমন শিক্ষার্থী, কানাডিয়ান প্রতিষ্ঠানের বিদেশি কর্মী এবং সে দেশে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশিদের ওপর বাড়ি কেনার নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

বিষয়টি দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের বাজেট পরিকল্পনায় আছে বলে খবর ছেপেছে- ব্লুমবার্গ।

গত দুই বছরে কানাডায় বাড়ির দাম বেড়েছে ৫০ শতাংশ। ব্যাংক অফ কানাডা সুদের হার বাড়ানোর আগে গত ফেব্রুয়ারিতে বিভিন্ন শহরে রেকর্ডসংখ্যক বাড়ি বিক্রি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার গৃহায়ণ বাজার যেভাবে ফুলে-ফেঁপে উঠেছে তা সামাল দেয়ার চেষ্টায় আছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কারণ এতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে।

রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফার্ম আরইসির প্রতিষ্ঠাতা সিমিয়ন ফিলিপস বলেন, ‘কানাডার হাউজিং খাতের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিযোগিতা এখন চলছে। এই পদক্ষেপের পর সেই প্রতিযোগিতায় হয়তো কিছুটা ভাটা পড়বে, কিন্তু বাড়ির দাম কমবে বলে আমি মনে করি না।’