কম মূল্যে রাশিয়া থেকে তেল ও পণ্যসামগ্রী কেনার কথা ভাবছে ভারত 

কম মূল্যে রাশিয়া থেকে তেল ও পণ্যসামগ্রী কেনার কথা ভাবছে ভারত 

ডেস্ক রিপোর্ট:

তেল এবং অন্যান্য পণ্য লেনদেনের জন্য একটি রুপি-রুবল বাণিজ্য ব্যবস্থা স্থাপনের কাজ চলছে বলেও জানান একজন ভারতীয় কর্মকর্তা। 

পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার মাঝে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে যাচ্ছে ভারত। রাশিয়ার প্রস্তাবে সায় দিয়ে দেশটি থেকে কম মূল্যে অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্য আমদানি করার কথা ভাবছে ভারত। 

দুই ভারতীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রুপি-রুবল লেনদেনের মাধ্যমে এর মূল্য পরিশোধ করবে ভারত।

ভারত আমদানির মাধ্যমেই দেশের ৮০ শতাংশ তেলের চাহিদা পূরণ করে। এ আমদানির মাত্র ২ থেকে ৩ শতাংশ হয় রাশিয়া থেকে। কিন্তু এবার তেলের দাম ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় রাশিয়া থেকে আমদানির পরিমাণ বাড়ানোর কথা ভাবছে মোদি সরকার। 

ভারতের একজন সরকারি কর্মকর্তারা বলেন, "রাশিয়া অনেক কম দামে তেল এবং অন্যান্য পণ্য কেনার প্রস্তাব দিয়েছে। আমরা সানন্দে এই প্রস্তাব গ্রহণ করব।" 

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মধ্যে আটকা পড়ে যেতে পারে, এই ভয়ে অনেক আন্তর্জাতিক ব্যবসায়ীই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ রেখেছে। তবে ভারতীয় কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞার জন্য ভারতের জ্বালানী আমদানি বাধাগ্রস্ত হয়নি। 

তেল এবং অন্যান্য পণ্য লেনদেনের জন্য একটি রুপি-রুবল বাণিজ্য ব্যবস্থা স্থাপনের কাজ চলছে বলেও জানান সেই কর্মকর্তা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা কতটুকু তেল আমদানি হবে এবং কী পরিমাণ ছাড় দেওয়া সেই তথ্য জানাননি। 

ভারতীয় অর্থ মন্ত্রণালয়ও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

রাশিয়া তার বন্ধুপ্রতিম দেশগুলোকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ধরে রাখার আহ্বান জানিয়েছে। রাশিয়ার সাথে ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। চলমান ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানিয়ে সম্প্রতি জাতিসংঘে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছে নয়াদিল্লি। 

সূত্র: রয়টার্স।