কোম্পানীগঞ্জে নদীভাঙন থেকে গ্রাম রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবি

কোম্পানীগঞ্জে নদীভাঙন থেকে গ্রাম রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবি

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড়ে নদীভাঙন থেকে গ্রাম রক্ষার জন্য ধলাই নদীর দক্ষিণ থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ঢালারপাড়ে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড়, মোস্তফানগর ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন পেশার লোকজন। 

সমাবেশে বক্তারা বলেন, ধলাই নদীর তৈমুরনগর মৌজায় (ঢালারমুখ থেকে পূর্বসাইট) অপরিকল্পিতভাবে বালু মহাল সৃষ্টি করে ইজারা দিয়েছে জেলা প্রশাসন। এ সুযোগে ইজারাদাররা নির্ধারিত স্থান ছাড়াও তাদের ইচ্ছেমাফিক যত্রতত্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে দক্ষিণ ঢালারপাড় ও মোস্তফানগর গ্রামে ভাঙন দেখা দিয়েছে। নদীরপাড় ভেঙে ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, বালু উত্তোলন বন্ধের জন্য একাধিকবার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ সময় তারা সমাবেশ থেকে অবিলম্বে বালু মহালের নামে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি জানান। 

এলাকার মুরুব্বি আলা উদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইউপি সদস্য আব্দুল সামাদ, সাবেক ইউপি সদস্য নানু মিয়া, শের এ বাংলা, যুবলীগ নেতা আব্দুস সালাম, সজল সরকার, আব্দুর গনি, আব্দুর রহিম, মোজাহিদ মিয়া, পল্লী চিকিৎসক মহি উদ্দিন, মনির হোসেন, শাহারাজ মিয়া, সাধু মিয়া, নছর মিয়া, নসা মিয়া, রহমত আলী, আমির হোসেন, মুমিন মিয়া, কাশেম মিয়া ও আব্দুল হান্নান প্রমুখ।