কোম্পানীগঞ্জে দুই চেয়ারম্যানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সভা

কোম্পানীগঞ্জে দুই চেয়ারম্যানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সভা

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানাবাজারে কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতি এ প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল জলিল এবং পরিচালনা করেন সমিতির সহ সভাপতি মাওলানা আব্দুর রউফ। 

সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আবুল হোসেন, শওকত আলী বাবুল, অর্থ সম্পাদক হোসেন নুর, সদস্য মোকলেছ মিয়া, মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন, মেহদি হাসান, মোশাররফ আহমদ, ফজর উদ্দিন, সুরুজ মিয়া, কোম্পানীগঞ্জ বালু ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন, সদস্য ইব্রাহিম আলী, সোহেল আহমদ ও নেছার আহমদ প্রমুখ। 

সভায় বলা হয়, গত ১০ জুলাই রাতে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এতে তেলিখাল ও পূর্ব ইসলামপুর ইউনিয়নের দুই চেয়ারম্যানকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ আসামি করা হয়। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় দুই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।