সিলেটের জেলা প্রশাসকের সাথে  দক্ষিণ সুরমার মুজিব বর্ষে ঘর  পাওয়া অধিবাসীদের সৌজন্য সাক্ষাৎ 

সিলেটের জেলা প্রশাসকের সাথে  দক্ষিণ সুরমার মুজিব বর্ষে ঘর  পাওয়া অধিবাসীদের সৌজন্য সাক্ষাৎ 

রয়েল ভিউ ডেস্ক : দক্ষিণ সুরমা উপজেলায় মুজিববর্ষে ঘর পাওয়া অধিবাসীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর  আওতায় আনাসহ নানা সমস্যা সমাধানের দাবি নিয়ে বুধবার  সিলেটের নবাগত জেলা প্রশাসক  রাসেল হাসান এর সাথে সাক্ষাৎ করেছেন দক্ষিণ সুরমা উপজেলার প্রধানমন্ত্রীর  উপহার সকল আশ্রয়ণ প্রকল্পের  সভাপতি সম্পাদকবৃন্দ। এ  সময়   দক্ষিণ

সুরমা উপজেলা আশ্রয়ণ সমন্বয় পরিষদের সভাপতি ও সিলাম আশ্রয়ণ সমবায় সমিতির সভাপতি মোঃ নূর মিয়া জেলা প্রশাসক রাসেল হাসান এর কাছে লিখিতভাবে আবেদন দাখিল করেন। পাশাপাশি মৌখিক ভাবে নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সিলেটের  জেলা প্রশাসক  রাসেল হাসান দ্রুত   সময়ের  মধ্যে এসব সমস্যা সমাধানের  আশ্বাস দেন। এসময়

আরও  উপস্থিত ছিলেন জালালপুর আশ্রয়ণ সমবায় সমিতির সভাপতি রাবেয়া বেগম, দাউদপুর আশ্রয়ণ সমবায় সমিতির সভাপতি আকরাম আলী, নোয়াগাও আশ্রয়ণ সমবায় সমিতির সভাপতি কামাল আহমদ, পশ্চিম ভাগ আশ্রয়ণ সমবায় সমিতির সভাপতি রুনু বেগম, কামাল   আলী, মাসুম আহমদ,হারুন মিয়া, সুফি মিয়া সুবাস মল্লিক, প্রমুখ।