করোনা ভ্যাকসিন: সিলেট ও কুলাউড়ায় বুস্টার ডোজ নিয়েছেন ৯৪৮ জন

করোনা ভ্যাকসিন: সিলেট ও কুলাউড়ায় বুস্টার ডোজ নিয়েছেন ৯৪৮ জন

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো সিলেটেও করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের ৩য় বা বুস্টার ডোজ প্রদান অব্যাহত আছে। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল শনিবার কার্যক্রমের দ্বিতীয় দিনে ফাইজারের বুস্টার ডোজ নিয়েছেন ৬৪৮ জন। এর মধ্যে পুরুষ ৪১১ ও মহিলা ২৩৭ জন রয়েছেন।
এদিকে, বুস্টার ডোজের পাশাপাশি ১ম ডোজ, ২য় ডোজ ও শিক্ষার্থীদের টিকাদান অব্যাহত রয়েছে। গতকাল ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাইজারের ১ম ডোজ নিয়েছেন ১৩৯৮ জন। এর মধ্যে পুরুষ ৮৫৪ ও মহিলা ৫৪৪ জন। ফাইজারের ২য় ডোজ নিয়েছেন ১৬৯২ জন। এর মধ্যে পুরুষ ৮৭৮ ও মহিলা ৮১৪ জন। 
সিলেট সিটি কর্পোরেশন সেন্টারে শুধুমাত্র ২য় ডোজের টিকা দেয়া হচ্ছে। এই সেন্টারে গতকাল অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা (কোভিশিল্ড) নিয়েছেন ৪০ জন। এর মধ্যে পুরুষ ২৫ ও মহিলা রয়েছেন ১৫ জন। সিনোফার্ম-এর টিকা নিয়েছেন ২৪৫ জন। এর মধ্যে পুরুষ ১৪০ এবং মহিলা ১০৫ জন রয়েছেন। মডার্নার টিকা নিয়েছেন ৩০ জন। এর মধ্যে পুরুষ ২১ এবং মহিলা ৯ জন রয়েছেন।
এছাড়া, শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউটে চলছে শিক্ষার্থীদের ১ম ডোজের টিকা প্রদান কার্যক্রম। এখানে গতকাল শনিবার ২৯ জন শিক্ষার্থী তাদের ভ্যাকসিন গ্রহণ করেন। এর মধ্যে ছেলে ২১ ও মেয়ে শিক্ষার্থী ৮ জন রয়েছেন।
এদিকে, কুলাউড়ায় করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। আমাদের কুলাউড়া অফিস জানায়, কার্যক্রমের প্রথম দিনে গতকাল ষাটোর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধা প্রায় ৩০০ জনকে এই ডোজ প্রদান করা হয়। তবে, প্রথমদিনে একই সময়ে টিকাগ্রহীতারা চলে আসায় এবং শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের সংখ্যা কম থাকায় সংশ্লিষ্টদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়।
সকালে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শফি আহমদ সলমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, এ পর্যন্ত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ১ লাখ ৫৬ হাজার ৮০৭ জনকে প্রথম ডোজ এবং ৯৩ হাজার ৮৪৪ জনকে ২য় ডোজ টিকা দেয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।