৮ নম্বর কূপ উন্নয়ন কাজ পরিদর্শন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৮ নম্বর কূপ থেকে দৈনিক জাতীয় গ্রিডে যুক্ত হবে ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস

কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৮ নম্বর কূপ থেকে দৈনিক জাতীয় গ্রিডে যুক্ত হবে ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৮ নম্বর কূপ উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তাঁরা কৈলাশটিলা গ্যাস ফিল্ডের নতুন ৮ নম্বর কূপ খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় গ্যাস কূপের উন্নয়ন কাজের বর্তমান অবস্থা ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে কথা বলেন তাঁরা। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে ৮ নম্বর কূপ থেকে দৈনিক ২১মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব হাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ ফারহানা রহমান, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক রুখসানা নাজমা ইছহাক, সিলেট গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আব্দুল জলিল প্রমাণিক, মহাব্যবস্থাপক (এলপিএম) প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, প্রকল্প পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম ভূঁইয়া, কৈলাশটিলা গ্যাস ফিল্ডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শামিমুজ্জামান আখন, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক (লিগ্যাল এন্ড পাবলিক রিলেশনস) তারেক আহমদ প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে ৮ নম্বর কূপ উন্নয়ন কাজের মেয়াদ আগামী ২০২৩ সালের জুন মাসে শেষ হবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভূমি উন্নয়ন কাজ চলছে। ভূমি উন্নয়ন সম্পন্ন হলে আগামী ফেব্রুয়ারি মাসের দিকে খনন কাজ শুরু হবে। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে এই কূপ থেকে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম ভূঁইয়া।