খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো ‘বেঙ্গল মনিটর’ 

খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো ‘বেঙ্গল মনিটর’ 
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর থেকে উদ্ধার ‘বেঙ্গল মনিটর’ নামের এক ধরনের বড় টিকটিকি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় এটি বনে অবমুক্ত করা হয়। গত বুধবার সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের চতুল গ্রাম থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম এই টিকটিকি উদ্ধার করেন৷ পরে চিকিৎসা শেষে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার এটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এ সময় বন বিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা মো: সাদ উদ্দিন আহমদ, বিট কর্মকর্তা মো: রফিকুল আলম, একই বিভাগের আব্দুল কাদির, গালিব আল মাহমুদ, রাশিদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 
বন বিভাগের কর্মকর্তারা জানান, বেঙ্গল মনিটর এক ধরনের বড় টিকটিকি। যা ভারতীয় উপমহাদেশের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়ার কিছু অংশে বিস্তৃত। এই বৃহৎ টিকটিকি প্রধানত একটি স্থলজ প্রাণী। এর দৈর্ঘ্য প্রায় ৬১-১৭৫ সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। যা ওজনে প্রায় ৪-৫ কেজি হয়।