খাদ্য এবং ওষুধের জন্য  চিন্তা করতে হবে না :আসাদ উদ্দিন আহমদ

খাদ্য এবং ওষুধের জন্য  চিন্তা করতে হবে না :আসাদ উদ্দিন আহমদ

সিলেট নগরীতে বন্যা কবলিত তিন শতাধিক পরিবারে ব্যক্তিগত উদ্যোগে শুকনা খাবার, ফল, মোমবাতি ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। গতকাল বুধবার বিকেলে তিনি নগরীর তেররতন, মাছিমপুর ও আশপাশের এলাকায় কয়েকটি আশ্রয়কেন্দ্রে পরিদর্শন করেন। তিনি বন্যার্তদের  খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাবার, মোমবাতি ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

এসময় আসাদ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভালোবাসেন বলেই সকল মন্ত্রীকে এবং নেতাকর্মীকে দুর্গত মানুষের কাছে পাঠিয়েছেন। সকলে মিলে এক সাথে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের খবর রাখছেন। খাদ্য এবং ওষুধের জন্য কাউকে চিন্তা করতে হবে না। তিনি বলেন, ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সিলেটে এসে বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ অন্যান্য সহায়তার ব্যবস্থা করেছেন। পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর  মোস্তাক আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য হুসাইন মোহাম্মদ সাগর, তাঁতী লীগের কেন্দ্রীয় সদস্য কালাম আহমদ, মহানগর তাঁতী লীগের সহ সভাপতি তরিকুল ইসলাম মুবিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহেদ, শেখর, খায়ের মাস্টার, সালাম, ফটিজ মিয়া, যুবলীগ নেতা নাহিদ রহমান সাব্বির, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ, হাবিবুর রহমান পাভেল, মুশফিক রুমু, রুবেল আহমদ সোহাগ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সবুর আহমদ দিপু, ফাহিম রশীদ চৌধুরী, ফাহিম আহমদ হামিম, মনিরুল হক সাকিব, হামিম আহমদ, তারেক আহমদ তপু, আব্দুল আজিজ জনিসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি