‘লালাবাজারে ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল

খেলাধুলায় দক্ষিণ সুরমার যুবকরা এগিয়ে ---- আবু জাহিদ

খেলাধুলায় দক্ষিণ সুরমার যুবকরা এগিয়ে ---- আবু জাহিদ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, খেলাধুলার দিক দিয়ে দক্ষিণ সুরমার যুবকরা এগিয়ে রয়েছেন। বিভিন্ন স্থানে খেলতে গিয়ে তারা সাফল্য অর্জনের মাধ্যমে এ উপজেলার সম্মান বৃদ্ধি করেছেন। দক্ষিণ সুরমার যুবক ও তরুণরা খেলাধুলায় আরও সফলতা বয়ে আনুক এই প্রত্যাশা করি।

গত শুক্রবার ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ এসব কথা বলেন। শুক্রবার বিকাল ৪টায় জমকালো আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় অগ্রণী যুব সংঘ টেংরা (বিশ্বনাথ) ফুটবল টিম ও আয়াত একাদশ জালালপুর।

এর মধ্যে আয়াত একাদশ জালালপুর ট্রাইব্রেকারে অগ্রণী যুব সংঘ টেংরা ফুটবল টিমকে পরাজিত করে। দুই টিমেই দেশি-বিদেশি খ্যাতিমান ফুটবলাররা খেলেন। কয়েক হাজার দর্শককে ৯০ মিনিটের তুমুল উত্তেজনাপূর্ণ খেলা উপহার দেন দুই দলের খেলোয়াড়রা। ফাইনাল জয়ী দলকে একটি ১০০ সিসি মোটরসাইকেল এবং রানার্স আপ দলকে ৮০ সিসি একটি মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ‘লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবদুল হক আবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব-উর রহমান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, তেতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অলিউর রহমান অলি, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মামুন খাঁন, জেলা আওয়ামী লীগ নেতা মো. কফিল উদ্দিন আহমদ চৌধুরী, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক, প্রধান শিক্ষক মো. আলাউর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুহিত হোসেন, সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন প্রমুখ।-বিজ্ঞপ্তি