দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

মানসম্মত শিক্ষক ছাড়া উপযুক্ত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয় --প্রফেসর আব্দুল মান্নান খান 

মানসম্মত শিক্ষক ছাড়া উপযুক্ত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয় --প্রফেসর আব্দুল মান্নান খান 


দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদ সিলেট এর উদ্যোগে এইচএসসি উত্তীর্ণ ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন  মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আব্দুল মান্নান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরো উদ্যমী হয়ে উঠে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরো বেগবান করতে আজকের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া উপযুক্ত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক  শেখ আব্দুল  লতিফ ও প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাস।

এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জজকোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি গুলজার আহমেদ, এ কে এম ছিফত আলী, মো. গোলাম রাব্বানী, যুগ্ম-সাধারণ সম্পাদক  শেখ মো. নজরুল ইসলাম, আতাউর রহমান, রঞ্জন সামন্ত, সাংগঠনিক সম্পাদক  দিলীপ চন্দ্র রায়, সুরঞ্জিত দাস, কোষাধ্যক্ষ রুবেল আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিন আমিন রাসেল, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল আলম চৌধুরী টিটু, শিক্ষা সম্পাদক বিপুল তালুকদার, হাওর উন্নয়ন  সম্পাদক সুলতান মাহমুদ, স্বাস্থ্য  সম্পাদক ডা. ফারুক আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. আখলাক হোসেন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মাহবুবুর রহমান সুহেল, শ্রম সম্পাদক রাশেদ তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক দিদার আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি