গাজায় মৃত্যু ছাড়ালো ২৮০০,  প্রতি মিনিটে হাসপাতালে আসছে রোগী

গাজায় মৃত্যু ছাড়ালো ২৮০০,  প্রতি মিনিটে হাসপাতালে আসছে রোগী


রয়েল ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০৮ জনে। আহতের সংখ্যা ১০ হাজার ৮৫৯ জন। 
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখ-ে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে চার হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।


স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ২৫৪ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৬৪ শতাংশই নারী ও শিশু। তাদের মধ্যে ৩৭ জন চিকিৎসক, নার্স ও প্যারামেডিকও রয়েছেন।
এ ছাড়া, বিশাল সংখ্যক আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে গাজার হাসপাতালগুলো। নাসের হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক মোহাম্মদ কানদিল আলজাজিরাকে বলেন, অবস্থা খুবই বিপর্যয়কর। গত এক সপ্তাহ ধরে এখানে ¯্রােতের মতো আসছেন আহত নাগরিকরা। 
তিনি বলেন, গত এক ঘণ্টায় ৬০ জন রোগী এসেছেন, সে হিসেবে প্রতি মিনিটে একজন আহত হাসপাতালে আসছেন।