সিলেটে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ পালিত

গুমের হাত থেকে সকল ব্যক্তির  সুরক্ষার ব্যবস্থা করতে হবে  ...........ইকবাল সিদ্দিকী

গুমের হাত থেকে সকল ব্যক্তির  সুরক্ষার ব্যবস্থা করতে হবে  ...........ইকবাল সিদ্দিকী

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, গুম একটি স্বীকৃত আন্তর্জাতিক অপরাধ। যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য। এ অপরাধ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গুমের হাত থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবের সামনে ‘গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ স্লোগানকে সামনে রেখে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর একান্ত সহকারি মো. ময়নুল হক। এ সময়  গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসের মূল প্রবন্ধ পাঠ করা হয়। 
এসময় মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, সাংবাদিক উজ্জল মেহেদী, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী আলী আহসান হাবীব, মোহাম্মদ শাহ আলম, লুৎফুর রহমান, সাইদুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি