গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে কৃষকের কম্বাইন্ড হারভেস্টার ধ্বংস

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে কৃষকের কম্বাইন্ড হারভেস্টার ধ্বংস

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামে দুর্বৃত্তদের আগুনে পুড়ে কৃষকের কম্বাইন্ড হারভেস্টার ধ্বংস হয়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে কম্বাইন্ড হারভেস্টারটি পুড়িয়ে দেয়। প্রায় ৩৩ লক্ষ টাকা দামের কম্বাইন্ড হারভেস্টারটি সরকারের ৭০ ভাগ ভর্তুকিতে ৪ লক্ষ টাকা ডাউন পেমেন্টে ক্রয় করেছিলেন কৃষক মাহমুদ হোসাইন সাদী চৌধুরী। তিনি বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের মৃত মাহবুব উদ্দিন আহমদ চৌধুরীর ছেলে। এব্যাপারে গতকাল বুধবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রি এবং গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ও র‌্যাব-৯ এর বরাবরে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, কাজ শেষে কম্বাইন্ড হারভেস্টারটি বাড়ির পাশে রাখা ছিল। গভীর রাতে কোন এক সময় দুর্বৃত্তরা আগুন দিয়ে কম্বাইন্ড হারভেস্টারটি পুড়িয়ে দেয়। ভোরে নামাজে যাওয়ার সময় পুড়ে যাওয়া হারভেস্টারটি দেখে এলাকাবাসী চিৎকার করে তাদের ডেকে তুলেন। তিনি ৩৩ লক্ষ টাকার কৃষি যন্ত্রটি সরকারের ৭০ ভাগ ভর্তুকিতে ৪ লক্ষ টাকা ডাউন পেমেন্টে ক্রয় করেছেন। পরে কিস্তিতে আরো ১ লক্ষ টাকা পরিশোধ করেছেন। খবর পেয়ে বাঘা ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এঘটনায় বিমর্ষ কৃষক মাহমুদ হোসাইন বলেন, দুর্বৃত্তদের আগুনে হারভেস্টারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এঘটনায় তিনি আর্থিক ও মানসিকভাবে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এএসআই প্রনোয় লাল জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
উপসহকরী কৃষি কর্মকর্তা আনোয়ারা বেগম জানান, খরব পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তাকেও তিনি জানিয়েছেন।