গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা  আফতাব মিয়ার দাফন সম্পন্ন

গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা  আফতাব মিয়ার দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা হাবিলদার (অব.) আফতাব মিয়া আর নেই। গত বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি----- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বৃহস্পতিবার বেলা ১১টায় মরহুমের নিজ এলাকা উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ রাম্পা ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরীর উপস্থিতিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল চৌকষ পুলিশ তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। 

বীর মুক্তিযোদ্ধা আফতাব মিয়ার জানাজায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শফিকুর রহমান, সুনা মিয়া সহ মুক্তিযোদ্ধাবৃন্দ। 

এদিকে, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আফতাব মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী গত বুধবার রাতে মরহুমের বাড়ীতে উপস্থিত হন। তিনি শোক প্রকাশ করে মরহুমের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।