মুহিব্বুল হক গাছবাড়ী ও মুফতি জাকারিয়া  আজীবন দ্বীনের খেদমত করে গেছেন

মুহিব্বুল হক গাছবাড়ী ও মুফতি জাকারিয়া  আজীবন দ্বীনের খেদমত করে গেছেন

আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় এবং দ¦ীনের খেতমতে আজীবন কাজ করে গেছেন মুহিব্বুল হক গাছবাড়ী ও মুফতি কালাম জাকারিয়া। কাদিয়ানী ও লা মাজহাবীদের চক্রান্ত থেকে সমাজকে সচেতন করার জন্য সব সময় সংগ্রাম করে গেছেন তাঁরা। বৃহস্পতিবার বিকেল ৩টায় উলামা পরিষদ বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি শায়খুল হাদীস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী রাহ. ও প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি আবুল কালাম যাকারিয়া রাহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা এবং কাদিয়ানি মতবাদ ও লা-মাজহাবি ফিতনা

আমাদের করণীয় বিষয়ক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুহিব্বুর রহমান মুক্তির চক ও নুমানী চৌধুরীর যৌথ সভাপতিত্বে এবং উলামা পরিষদের সহকারী সাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদ এর পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি আবুল খায়ের বিথঙ্গলী।  সেমিনারে বক্তব্য রাখেন রেংগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা মস্তাক আহমদ খান, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লা, মুফতি রশিদ মকবুল, মাওলানা হাফিজ সৈয়দ শামিম আহমদ, দরগাহ মাদ্রসার মুহতামিম মাওলানা মোস্তাক উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মাওলানা মুহিব্বুর রহমান মিটিপুরী প্রমুখ। বিজ্ঞপ্তি