গোয়াইনঘাট ও হবিগঞ্জে  বজ্রপাতে  একজনের মৃত্যু, যুবক নিখোঁজ

গোয়াইনঘাট ও হবিগঞ্জে  বজ্রপাতে  একজনের মৃত্যু, যুবক নিখোঁজ

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের গোয়াইনঘাট ও হবিগঞ্জের সদরে পৃথক ঘটনায় বজ্রপাতে একজনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছেন।  আহত হয়েছেন একজন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। এর মধ্যে গোয়াইনঘাটের বজ্রাঘাতের পর ওই ব্যক্তি বানের পানিতে তলিয়ে গেছেন। তিনি এখনো নিখোঁজ রয়েছেন। একই ঘটনায় আহত তার ভাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল জানান, মো. জসিম উদ্দিন (১৬) ও তার ভাই আব্দুল হাসিম (২৫) হাওরে মাছ ধরছিলেন। এসময় আকস্মিক বজ্রপাত হলে জসিম উদ্দিন বানের পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা আব্দুল হাসিমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তারা গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের মনফর আলীর পুত্র। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত জসিম উদ্দিনের কোন সন্ধান পাওয়া যায়নি। 
অপরদিকে .হবিগঞ্জ সদর উপজেলার গুঙ্গিয়াজুরি হাওরে মাছ ধরতে গিয়ে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গুঙ্গিয়াজুরি এ বজ্রপাতের ঘটনা ঘটে। নুর ইসলাম সদর উপজেলার শরিফপুর গ্রামের মৃত নিম্বর আলির পুত্র। হবিগঞ্জ সদর থানার (ওসি) গোলাম মর্তুজা জানান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।