গোয়াইনঘাটে রেডক্রিসেন্টের নগদ  ১৯ লক্ষ টাকা ও সবজি বীজ বিতরণ

গোয়াইনঘাটে রেডক্রিসেন্টের নগদ  ১৯ লক্ষ টাকা ও সবজি বীজ বিতরণ

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই রেডক্রিসেন্ট সোসাইটি মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়িয়েছে। আর্তমানবতার সেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া রেডক্রিসেন্ট মানুষের কাছে আশা ও ভরসার স্থান হিসেবে বিবেচিত হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে রেডক্রিসেন্ট নিরলসভাবে সমাজের ও মানুষের কল্যাণে ভূমিকা রাখছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও আইএফআরসির সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলায় ২০২২ সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্য নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
গতকাল শনিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুরের বগাইয়া হাওর ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪১৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রায় ১৯ লক্ষ টাকা ও ৯ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।
রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য মো. সোয়েব আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেনিস রেডক্রসের প্রতিনিধি মিস লিয়া, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মো. আব্দুস সালাম ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম।
যুব রেডক্রিসেন্ট নির্বাহী কমিটির সদস্য বদরুল আজাদ শুভ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিডিআরসিএস ফিনান্স অফিসার তানভীর আঞ্জুম রহমান, পিপিপি প্রজেক্টের ফিল্ড অফিসার রাকিব, ১নং ওয়ার্ড রুস্তমপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বগাইয়া মাদরাসার সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য তৌহিদ, ভিতরগুল হাই স্কুলের সভাপতি হেলাল উদ্দিন, ইউপি সদস্য জাকির প্রমুখ।-বিজ্ঞপ্তি