ঘুষ, দূর্নীতি, নির্মূল সহ সকল অনৈতিকতার বিরুদ্ধে কর আইনজীবীদের এগিয়ে আসতে হবে

ঘুষ, দূর্নীতি, নির্মূল সহ সকল অনৈতিকতার বিরুদ্ধে কর আইনজীবীদের এগিয়ে আসতে হবে

মহান বিজয় দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির সভায় বক্তারা

৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায়ের পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক এডভোকেট সজল কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সমর বিজয় শী শেখর, সিনিয়র কর আইনজীবী বিধু ভূষণ ভট্টাচার্য্য, এডভোকেট মো: শফিকুল ইসলাম, মো: হাছনু চৌধুরী, মো: আজমল হোসেন, কামাল আহমদ, সাঈদুর রহমান, ইফতিয়াক হোসেন মঞ্জু, আ.স.ম মুবিনুল হক শাহীন, খায়রুল আলম, জহিরুল ইসলাম রিপন, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঘুষ, দূর্নীতি, নির্মূল সহ সকল অনৈতিকতার বিরুদ্ধে কর আইনজীবীদের এগিয়ে আসতে হবে। সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস অবহিত করার মাধ্যমে স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জবিত হতে হবে। বক্তারা আরো বলেন মহান মুক্তিযুদ্ধের ৫১ বর্ষ পূর্তিতে আমাদের শপথ হউক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করা। এ লক্ষে সকল পেশাজীবী দেশপ্রেমী মানুষকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। আলোচনা সভায় কর আইনজীবী নবীন-প্রবীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে মহান মুক্তিযুদ্ধের শাহাদাত বরণকারীদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি